• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের এক প্রার্থী

প্রকাশিত: ১৮:৩৬, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫৬, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের এক প্রার্থী

দেশজুড়ে বেশ জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় জেলায় জনসভাও করছে বড় দলগুলো। কিন্তু হঠাৎ করেই নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এক প্রার্থী। তিনি হলেন-  ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের প্রার্থী মাওলানা ফজলুল করিম। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) এক বিশেষ বার্তায় ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো. মাকসুদূর রহমান ভোটারদের উদ্দেশে এই সিদ্ধান্তের কথা জানান।

বার্তায় মাকসুদূর রহমান উল্লেখ করেন, বিগত এক বছর ধরে বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি অলিগলি এবং ঘরে ঘরে গিয়ে তারা যে গণজোয়ার ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের কাছে অমূল্য সম্পদ। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলার স্বার্থে এই 'কঠিন সিদ্ধান্ত' নিতে হয়েছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত মেনে চলা। উম্মাহর ঐক্য : বৃহত্তর ইসলাহি স্বার্থ এবং ইসলামী শক্তির ঐক্য বজায় রাখা। আদর্শিক দৃঢ়তা, এটি কোনো ভয় বা দুর্বলতা নয়; বরং আল্লাহর সন্তুষ্টির পথে একটি কৌশলগত অবস্থান।

এর আগে দলীয় সিদ্ধান্তে জামায়াত ইসলামী মনোনীত কয়েকজন প্রার্থী নির্বচন থেকে সরে দাঁড়িয়েছেন। বহুল আলোচিত এ আসনে বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের সাথে নির্বাচনী লড়াই করবেন ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী। 

বিভি/এজেড

মন্তব্য করুন: