• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আবারও জাপা’র ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ 

প্রকাশিত: ১৮:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
আবারও জাপা’র ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ 

সংগৃহীত ছবি

আবারও জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান হলেন গায়ক মো. শাফিন আহমেদ। রবিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাপা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক দেশের বিশিষ্ট সংগীত শিল্পী মো. শাফিন আহমেদ (ঢাকা)-কে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বোরহান উদ্দিন আহমেদ মিঠু (নোয়াখালী)-কে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
   
এই নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে বলেও জানানো হয়।

জানা যায়, শাফিন আহমেদ এর আগেও এই পদে ছিলেন। তবে কিছুদিন দলে সক্রিয় না থাকায় তাকে আবারও নিয়োগ দেওয়া হয়।

বিভি/এইচকে/এসডি

মন্তব্য করুন: