• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ওসমান পরিবার নিয়ে অস্বস্তিতে আইভী

প্রকাশিত: ১২:৩৪, ১৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১৩:০০, ১৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ওসমান পরিবার নিয়ে অস্বস্তিতে আইভী

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ওসমান পরিবার নিয়ে তিনি এখনো অস্বস্তিতে আছেন।

শুক্রবার (১৪ জানুয়ারী) দেওভোগে চুনকা কুটিরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আইভী বলেন, শামীম ওসমানের সমর্থকরা নৌকার প্রচারণায় নেমেছে কি না তাঁর জানা নেই। এটা দেখার দায়িত্ব কেন্দ্রের।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে অনেক পক্ষ আমার বিরোধিতা করছে, কিন্তু আমাকে কেউ রুখতে পারেনি। নারায়ণগঞ্জে সব কাজই ডিফিকাল্ট। আমার বিজয় সুনিশ্চিত জেনেই একটি মহল সহিংসতা করতে পারে। যুদ্ধের ময়দানে প্রতিদ্বন্দ্বী হলেও নির্বাচনে সহিংসতা করার ক্ষমতা নেই আমার। সহিংসতা হলে ক্ষতি হবে আমার। 

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে আইভী বলেন, আমি জিতবো এবং লক্ষাধিক ভোটে জিতবো।

বিভি/এনএম/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2