• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সার্চ কমিটিতে বিএনপি’র নাম দেওয়ার প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল 

প্রকাশিত: ১২:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১২:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
সার্চ কমিটিতে বিএনপি’র নাম দেওয়ার প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার এবং আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করার তাই করছে। তারা জনগণের বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করে নিয়েছে। গত দু’বারের মতো যেভাবে সার্চ কমিটি করেছে সেভাবেই হবে। হুদার মতো একজনকে নিয়ে আসবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে গুরুদাসপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সার্চ কমিটি আওয়ামী লীগ সরকারের অধীনে হয় তা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনই গ্রহণযোগ্য হবে না যদি নির্বাচনকালীন আওয়ামী লীগ সরকার থাকে। নিরপেক্ষ সরকার ছাড়া নিরবাচন সুষ্ঠু হতে পারে না।

সার্চ কমিটিতে নাম চাওয়ার বিষয়ে তিনি বলেন, এসব কথার মূল্য আমাদের কাছে নেই। নাম দেওয়ার প্রশ্নই ওঠতে পারে না। গতবারের অভিজ্ঞতায় দেখছি, সরকারে যে থাকে তার পছন্দনীয় কমিশন তৈরি করে সেটাই সার্চ কমিটি করে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্বীকৃত। যার কারণে ইতিমধ্যেই বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা তখনই আসে যখনই মানবাধিকার লঙ্ঘন হয়, জোর করে ক্ষমতায় থাকতে চায়।

তিনি বলেন, মিয়ানমার সরকারের যে চরিত্র, বাংলাদেশ সরকারেরও একই চরিত্র। ওরা মিলিটারি জান্তা নিয়েছে। কোনো পার্থক্য নেই তাদের সঙ্গে। বন্দুকের নল দিয়েই দমিয়ে রাখছে। মানুষের আশা ভরসা নষ্ট করে দিচ্ছে।

গুম হওয়া অনেকে ভূমধ্য সাগরে গিয়ে সলিল সমাধি হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, অত্যন্ত দুঃখজনক। কারণ যাদের সন্তান, স্বামী এবং পরিজন গেছে। দেশের সব মানুষ জানেন আইন-শৃঙ্খলা বাহিনী তাদের তুলে নিয়ে গেছে। এই সরকারতো এখন পর্যন্ত সেই জবাব দেয় নাই। পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, কারা কারা ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে তাদের নামগুলো প্রকাশ করুন। যারা গুম হয়েছে তাদের মধ্যে কারা কারা গেছেন। আমরা কি মনে করবো? আপনারা জানেন কাকে কাকে ভূমধ্য সাগরে সলিল সমাধি করেছেন।

বিভি/এনএম/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2