পণ্যের দাম নিয়ে কারসাজি করলেই কঠোর ব্যবস্থা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ছোলা, পেঁয়াজসহ যেসব পণ্যের দাম কমানো হয়েছে, সেসব পণ্যের দাম আবারো বাড়ানো হলে বুঝতে হবে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে। সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (অতিরিক্ত দায়িত্ব) রেজিস্ট্রার মো. আশরাফ উদ্দিন বক্তব্য রাখেন।
এছাড়া ডিজিটাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
বিভি/এমএফ/এইচএস
মন্তব্য করুন: