• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পুলিশের বাধা টপকে মহিলা দলের বিক্ষোভ, লাঠিচার্জ

প্রকাশিত: ১৩:৫৯, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পুলিশের বাধা টপকে মহিলা দলের বিক্ষোভ, লাঠিচার্জ

পুলিশের বাধা টপকে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মহিলা দল। এ সময় পুলিশ কয়েক দফা লাঠি চার্জ করলে মহিলা দলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিল্লাত চত্বর সড়ক থেকে জেলা মহিলা দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মুল সড়কে উঠার আগে পুলিশ আটকে দিলে হট্টগোল শুরু হয়। এ সময় মহিলা দলের কর্মীরা পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা মৃদু লাঠি চার্জ করলেও মহিলা দলের কর্মী পুলিশের ভেঙ্গে ভাঙ্গাব্রিজ এলাকায় সমাবেশ করে।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানে সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা পুলিশের আচারণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। 

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সহ-সভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ন সাধারণ সম্পাদক সোনিয়া সিকদার শান্তা ও  সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ। 
 
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা উপস্থিত ছিলেন।

বিভি/কেএস

মন্তব্য করুন: