• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব না: ফখরুল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৯, ১৬ মার্চ ২০২২

আপডেট: ১৪:২৬, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব না: ফখরুল

খোন্দকার দেলোয়ার হোসেন-এর কবরের পাশে ফখরুল

নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠ করতে পারবে না। তাই আমাদের দাবি নির্বাচন কালিন সময়ে অবশ্যই পদত্যাগ করে, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাব দিহি মূলক পার্লামেন্ট গঠন করতে হবে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে টার দিকে ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যু বাষির্কী উপলক্ষে কবর জিয়রত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি ঘিওর উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন এবং ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর,দৌলদপুর) আসনের সংসদ সদস্য ছিলেন এবং বিএনপির সংসদীয় দলের চীফ হুইপ ও ২০০৭ সাল থেকে আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালন করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন।

বিভি/এএস/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2