বাবার পর আপনাকে স্থান দিয়েছি, ইজ্জত রাখেনঃ ওবায়দুল কাদেরকে একরাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বাবার পরে স্থান দিয়েছেন জানিয়ে নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, এখনও সময় আছে লাগাম ধরেন, নোয়াখালী আওয়ামী লীগকে বাঁচান। সবার আঙ্গুল কিন্তু আপনার দিকে। বাবার পরে আপনাকে স্থান দিয়েছি, সেটার মর্যাদা রাখুন।
গত ১০ মার্চ বাংলাদেশ এমপি একরাম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হার্ট অপারেশনের আগে এক ফেসবুক লাইভে ‘ওবায়দুল কাদের নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক এবং তিনি আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন, ওবায়দুল কাদেরকে তিনি ঘৃণা করেন বলে মন্তব্য করেন। সেই তিনি আজ আবার ওবায়দুল কাদেরকে নিজের হৃদয়ে বাবার পরের স্থান দেবার কথা বললেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সামনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন এমপি একরামুল। এ সময় আগামী ২৩ জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করেন নিজেকে।
নোয়াখালীতে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও সময় আছে লাগাম ধরেন, নোয়াখালী আওয়ামী লীগকে বাঁচান। সবার আঙ্গুল কিন্তু আপনার দিকে।
তিনি বলেন, বাবার পরে আপনাকে স্থান দিয়েছিলাম, সেটা ধরে রাখেন। আপনার যারা টেন্ডারবাজি থেকে সুবিধা নিতে চায় তাদের সামলান। শুধু আপনারা খাবেন কিন্তু কর্মীরা খাবে না, তা হবে না তা হবে না।
এমপি একরাম বলেন, যদি নেত্রী বলেন, তাহলে আমি জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আমি দাঁড়াতে চাই। যারা বর্তমান আহ্বায়ক কমিটিতে আছেন, তারা টাকার বিনিময়ে ইউপি নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন। তাদের কোনো ক্ষমা হবে না।
বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা জেলা আওয়ামী লীগকে ভাঙতে চাইছে এমন অভিযোগ এনে তিনি বিষয়টি নিয়ে ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ চেয়েছেন।
বিভি/এসএইচ/এজেড
মন্তব্য করুন: