মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী পরিদর্শনে বিএনপি মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত বইমেলা ও প্রদর্শনীতে আসেন বিএনপি মহাসচিব। দুপুর সোয়া ২টার দিকে বিএনপি মহাসচিব মেলাস্থলে উপস্থিত হলে কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি বইমেলা ও চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
এর আগে সকালে সুবর্ন জয়ন্তী উপলক্ষে সাজসজ্জা, বইমেলা, চিত্র প্রদর্শনী কমিটি আয়োজিত দুই দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: