প্রতিবছর কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে কর্মসূচী পালন করবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। তাই স্বাধীনতার স্মৃতিবিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে প্রতিবছর তাঁর স্মরণে বিএনপি কর্মসূচী পালন করবে এবং দেশবাসীর সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর নসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনের কর্মসূচী পালন নিয়ে প্রস্তুতি সভায় এসব কথা বলেন।
সভায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেও ওই দিন জাতীয় অনেক কমসূচীর কারণে ২৭ মার্চ কর্মসূচী পালন করা হচ্ছে।
তিনি বর্তমান সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃতি করছে দাবি করে বলেন,স্বাধীনতার ইতিহাস বিকৃতি থেকে দেশকে মুক্ত করার জন্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে উম্মোচন করার জন্য বিএনপির এ ধরণের কর্মসূচী অব্যাহত থাকবে।
বিভি/এনইউ/এইচএস
মন্তব্য করুন: