• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মুক্তির পরদিনই বাবার কবর জিয়ারত করলেন ইঞ্জিনিয়ার ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ১৩ এপ্রিল ২০২২

আপডেট: ২২:০৫, ১৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
মুক্তির পরদিনই বাবার কবর জিয়ারত করলেন ইঞ্জিনিয়ার ইশরাক

জেল থেকে মুক্তির পরদিন বাবার কবর জিয়ারত করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১৩ এপ্রিল) ইফতারের পর রাজধানীর জুরাইনে বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা'র কবর জিয়ারত করেন তিনি। এসময় তার ছোট ভাই ইশফাক হোসেনসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা-ওয়ার্ড পর্যায়ের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সবাইকে নিয়ে মরহুম পিতার আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করে দোয়া করা হয়।

গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জও করে। 

আটকের পর এই নেতাকে দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেন। এদিন ইফতারের পরই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিভি/এনএম

মন্তব্য করুন: