• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সরকার শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিচ্ছে না, তাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৩:৫৭, ১০ মে ২০২২

আপডেট: ১৫:৩২, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
সরকার শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিচ্ছে না, তাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে: মির্জা ফখরুল

সয়াবিন তেলের দাম বৃদ্ধির পেছনে সরকারের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে নিজেদের সিন্ডিকেটের ব্যবসায়ীদের সুবিধা দিতেই তেলের দাম বাড়ানো হয়েছে। 

আজ মঙ্গলবার (১০ মে) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য হবে না। তিনি জানান,  ইভিএম-এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে একমত বিএনপির স্থায়ী কমিটি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট্য আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না। ৩০০ আসনে ইভিএম ব্যবহার হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে তারা নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। 

তিনি আরও বলেন, সরকার শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে না। তাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। 

সভায় ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া সম্প্রতি সিনিয়র নেতাদের ওপর হামলার প্রতিবাদে ১২ মে ঢাকায় এবং ১৪ মে জেলা- উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিভি/এএন

মন্তব্য করুন: