রাজধানীর ৮ টি ইউনিট কমিটি ঘোষণা করলো ছাত্রদল

আটটি ইউনিট কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি। কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল মঙ্গলবার (১০ মে) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারী বাঙলা কলেজ এবং কবি নজরুল কলেজের কমিটির অনুমোদন দেন।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সভাপতি করা হয়েছে আহমেদুল কবীর তাপসকে, সাধারণ সম্পাদক করা হয়েছে বিএম আলমগীর কবীর।
মহানগর উত্তরে সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে, সাধারণ সম্পাদক করা হয়েছে রাসেল বাবুকে।
মহানগর পশ্চিমে সভাপতি করা হয়েছে আবুল কালাম আজাদ নাসির, সাধারণ সম্পাদক করা হয়েছে জুয়েল হাসান রাজকে।
ঢাকা কলেজে সভাপতি হয়েছেন শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস মৃধা।
তিতুমীর কলেজ সভাপতির দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান এমদাদ, সাধারণ সম্পাদক হয়েছেন ইমাম হোসান।
তেজগাঁও কলেজ সভাপতির পদ পেয়েছেন ফয়সাল দেওয়ান, সাধারণ সম্পাদক হয়েছেন বেলাল হোসেন খান।
সরকারি বাঙলা কলেজে সভাপতি হয়েছেন ইব্রাহীম হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক হয়েছেন বেল্লাল হোসেন সোহাগ।
কবি নজরুল কলেজে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক হয়েছেন কাওসার হোসেন।
বিভি/এনএম
মন্তব্য করুন: