• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘তালেবান আর বিএনপি’র একই আদর্শ’

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ১৪ মে ২০২২

ফন্ট সাইজ
‘তালেবান আর বিএনপি’র একই আদর্শ’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ

আফগানিস্তানের তালেবান আর বিএনপি একই আদর্শের অনুসারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্র করছে। বিএনপি কথায় কথায় বলছে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে, যা তাদের দিবাস্বপ্ন বলেও জানান হানিফ। 

শনিবার (১৪ মে) চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় হানিফ আরও বলেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবেনা। মহিন্দ্র রাজা পাকসে আর শেখ হাসিনা এক না। যারা এ ধরণের অপপ্রচার করছে তাদের লক্ষ্য ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানো। আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রে কাজ হবেনা বলেও জানান হানিফ।

প্রতিনিধি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2