সরকার নানাভাবে এখন দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে: মির্জা ফখরুল

গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকার চারটি আইন করেছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, সরকার নানাভাবে এখন দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে।
জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত "গণতন্ত্র হত্যার গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন"- শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন। তাঁর মতে, গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে ডিজিটাল সিকিউরিটি আইনই যথেষ্ট।
সাংবাদিকরা বিভক্ত হওয়ায় কালা কানুনের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, অথচ মানুষ আশা করেছিলো সবাই এসব আইনের বিরুদ্ধে সোচ্চার হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।
বিভি/এএন
মন্তব্য করুন: