• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাবির মতো সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেবে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৩:৩৮, ২৭ মে ২০২২

আপডেট: ১৩:৩৯, ২৭ মে ২০২২

ফন্ট সাইজ
ঢাবির মতো সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ব্যক্তি কিংবা দলকে ক্ষমতায় বসাতে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে তাদের দল। তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না নেতাকর্মীরা। এদিকে, অন্য এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, আন্তর্জাতিক সমর্থন হারানোর পাশাপাশি সরকারের ক্ষমতায় থাকার সব পথ বন্ধ।

শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপির আয়োজিত তত্ত্ববধায়ক সরকারে অধীনে নির্বাচন বিষয়ে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রকামী ছাত্রদের উপর হামলা করেছে ছাত্রলীগ কর্মীরা, হাইকোর্টের ভেতরে গিয়েও হামলা চালানো হয়েছে, আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো হবে, তার অভিযোগ পদ্মা সেতুতে দুর্নীতির মাধ্যমে জনগণেরর টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার। 

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। 
 

বিভি/এমএস/এএন

মন্তব্য করুন: