• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লাইফসাপোর্টে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৭, ১৩ জুন ২০২২

আপডেট: ২৩:৩৬, ১৩ জুন ২০২২

ফন্ট সাইজ
লাইফসাপোর্টে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফসাপোর্টে আছেন। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহর আশুরোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান আফজালুর রহমান বাবু।

নির্মল রঞ্জন গুহ’র ব্যক্তিগত সহকারী মামুন বলেন, ‘আগে নির্মল রঞ্জন গুহের একবার হার্টঅ্যাটাক হয়েছিল। তখন তিনি ভারতে গিয়ে চিকিৎসা নেন। ওষুধ চলছিল, কিন্তু এর মধ্যে গতকাল (রবিবার) রাতে আবার তার রক্তচাপ বেড়ে তিনি অসুস্থ হয়ে যান।’

ঢাকা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সুমন তাঁর ফেসবুকে পোস্টে জানান,‘দাদা এখন অনেকটাই সুস্থ আছেন। তাঁর হার্টে দুটো ব্লক ছিলো। সেগুলো সফলভাবে এনজিওগ্রাম করে রিং পরানো হয়েছে। তাঁর সিটিস্ক্যান রিপোর্টও ভালো।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2