• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খালেদা জিয়ার চিকিৎসায় ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত

প্রকাশিত: ২১:৩৯, ১৬ জুন ২০২২

আপডেট: ২১:৫২, ১৬ জুন ২০২২

ফন্ট সাইজ
খালেদা জিয়ার চিকিৎসায় ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ওষুধে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের বৈঠকে এই ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই আমাদের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের বৈঠক শেষ হয়েছে। ম্যাডামের চিকিৎসায় কিছু ওষুধে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার বোর্ডের চিকিৎসকরা বৈঠকে আসবেন।’

এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার (১৫ জুন) তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। একই সঙ্গে সিসিইউ’র সকল সুযোগ-সুবিধা সাবেক এই প্রধানমন্ত্রীর কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
উল্লেখ্য, গত ১১ জুন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে তার এনজিওগ্রাম করা হলে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং বসানো হয়েছে। বাকি দুটিতে এখনও রিং বসানো হয়নি।

বিভি/এজেড/এনএ

মন্তব্য করুন: