• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আর নির্বাচন নির্বাচন খেলা নয়: মির্জা ফখরুল

প্রকাশিত: ২১:৪৯, ২ নভেম্বর ২০২২

আপডেট: ২২:০৯, ২ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
আর নির্বাচন নির্বাচন খেলা নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর নির্বাচন নির্বাচন খেলা নয়। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তিনি বলেন, বর্তমান সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়।

বুধবার (২ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে শুরু হয় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়। সরকারের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। 

বিএনপি মহাসচিব বলেন, আর নির্বাচন নির্বাচন খেলা নয়। আগামী নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অনেকে।    

এদিকে, একইদিন দুপুরে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে দুপুরে জেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের বরিশাল বিভাগীয় সমাবেশের প্রধান সমন্বয়কারী সেলিমা রহমান। 

বরিশালের বিভিন্ন উপজেলায় বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় হামলা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কোনো বাধাই গণসমাবেশকে আটকে রাখতে পারবে না।  কেন্দ্রীয় নেতারা বলেন, সমাবেশ বানচাল করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন: