• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ‘গ্রেফতার’

প্রকাশিত: ০৬:৫৬, ৯ ডিসেম্বর ২০২২

আপডেট: ১২:২৭, ৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ‘গ্রেফতার’

ছবি: মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত তিনটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমকে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে বলেছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছেন।’

অন্যদিকে, রাত ৩টা ২০ মিনিটে ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরা মির্জা আব্বাসকে আটক করে নিয়ে গেছেন বলেও জানান শায়রুল কবির ।

বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।’

বিএনপির অফিশিয়াল ফেসবুকে এ গ্রেফতারের খবর জানিয়ে বলা হয়েছে, ‘দিনের আলোয় মিথ্যা সমঝোতার কথা বলে রাতের আঁধারে হানাদার আল বদরদের মতো আচরণ করা সরকারের এহেন কর্মকাণ্ডের জন্য তাদের ধিক্কার জানাচ্ছি।

আরও পড়ুন: 

বিভি/এমআর

মন্তব্য করুন: