• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে ডাকলো বিএনপি

প্রকাশিত: ১৬:১৪, ৯ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৯:১১, ৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে ডাকলো বিএনপি

১০ ডিসেম্বর বিভাগীয় সমাবেশে ঢাকাবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। যেসব দল যুগপৎ আন্দোলনে আছেন তাদেরও আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে দলটির জরুরি সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।

গরিমসি করে গোলাপবাগ মাঠে অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জনগণ যাতে সমাবেশে স্বতঃস্ফুর্তভাবে অংশ নিতে না পারে, সেজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার। পুলিশের সামনে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পাড়া মহল্লায় মহড়া দিচ্ছে। সরকার মনে হয় অন্য কিছু চায়। তাদের কোনো অপচেষ্টা সফল হবে না। জনগণের দাবির সামনে নতি স্বীকার করতে হবে।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যেসব দল যুগপৎ আন্দোলনে আছেন। তারাও যার যার জায়গা থেকে আন্দোলনে যুক্ত হবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: