• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নির্বাচন কমিশন ভোটারদের সঙ্গে তামাশা এবং উপহাস করেছে: হারুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নির্বাচন কমিশন ভোটারদের সঙ্গে তামাশা এবং উপহাস করেছে: হারুন

সরকার, নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন ভোটারদের সঙ্গে তামাশা এবং উপহাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। প্রার্থীদের তারা ওয়াদা ও অঙ্গীকার করেছিল যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে, অথচ এটি করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এতে প্রমাণ হয়েছে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন সুষ্ঠু এবং শাস্তিপূর্ণ করা সম্ভব নয়। 

উপনির্বাচনের পর বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিক পত্রিকাকের দেওয়া সাক্ষাতে তিনি এসব কথা বলেন। 

হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে কোনো বিরোধী দল অংশগ্রহণ করে নাই। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ তাদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি এবং তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং ভোট প্রদানে বাধা প্রদান করা হয়েছে। এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা সম্ভব নয়। আর বিরোধী দল যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেনি সেই কারণে ভোটারদের উপস্থিতি আরও কম। 

তিনি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা যদি তৈরি না হয় তাহলে নির্বাচনি কেন্দ্রগুলো ফাঁকা পড়ে থাকবে এবং আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: