সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতা ও তার স্ত্রীর

নেত্রকোনা থেকে খালিয়াজুরী যাওয়ার পথে আটপাড়া তেলিগাতী সড়কে বাসচাপায় আজাহারুল ইসলাম চৌধুরী নান্টু (৪২) ও তার স্ত্রী নাইস আক্তার (৩৮) নিহত হয়েছেন। মোটরসাইকেলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলার আটপাড়া তেলিগাতীর কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাদের ৯ বছরের শিশুকন্যা আহত হয়।
মো. আজহারুল ইসলাম চৌধুরী (নান্টু) খালিয়াজুরী উপজেলা শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁওয়ে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, মোটরসাইকেলে নেত্রকোনা থেকে সাতগাঁও নিজ বাড়িতে যাওয়ার পথে আজহারুল ইসলাম ও তার স্ত্রী-সন্তানকে নেত্রকোনাগামী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজহারুল ইসলাম নিহত হলে তার স্ত্রী-কন্যাকে আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার স্ত্রীর মৃত্যু হয়। তাদের কন্যা ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।
বিভি/টিটি
মন্তব্য করুন: