• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সরকার ন্যূনতম সংযম দেখাচ্ছে না: মির্জা ফখরুল 

প্রকাশিত: ২১:১৮, ৯ এপ্রিল ২০২৩

আপডেট: ২১:৫০, ৯ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
সরকার ন্যূনতম সংযম দেখাচ্ছে না: মির্জা ফখরুল 

বিরোধী দল ও মতের নেতাকর্মীদের দমনে ‘অবৈধ সরকার’ ন্যূনতম সংযম দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার (৯ এপ্রিল) গণফোরাম ও পিপলস পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব বলেন। 

বিএনপির মহাসচিব বলেন, ‘অবৈধ সরকার’ ন্যূনতম সংযম দেখাচ্ছে না। বিরোধীদের সকল কর্মসূচিতে দমন পীড়ন চালাচ্ছে। শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৫০ জন নেতাকর্মী আটক করেছে।

ফখরুল আরও বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। মানুষ পরিবর্তন চায়। সব দলকে জাতির প্রয়োজনে ৬১ সালের মত ঝাঁপিয়ে পড়তে হবে দেশকে রক্ষার জন্য, ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য। আন্দোলনকে বেগবান করে সফল করতে হবে। দেশনেত্রীসহ যারা কারাগারে আছে তাদের মুক্ত করতে হবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: