রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চায় সরকার: জিএম কাদের

জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, দেশে বাকশাল কায়েম করে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়। শুধু নির্বাচন ব্যবস্থা নয়; দেশের সব সরকারি দপ্তর কাজ করে দলটির হয়ে।
জিএম কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বা বিপক্ষে নয় জাতীয় পার্টি। তবে অন্য ধরনের সরকার হবে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে নির্বাচন ব্যবস্থা।
রবিবার (২৮ মে) বিকালে নাগরীর সেন্ট্রাল রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে বিভাগীয় প্রতিনিধি সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় জিএম কাদের দাবি করেন, দেশের মানুষ এখনও জাতীয় পার্টিকে ভালোবাসে। ক্ষমতায় আবারও এই দলটিকে দেখতে চায়। সেই লক্ষ্যে তৃণমূল থেকে দলকে সাজানো হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় নেতাদের ভোটের মাঠ গোছানোর আহ্বান জানান তিনি।
সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভাগের নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবন্ধা জেলা জাতীয় পার্টিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/জেএ/এইচএস
মন্তব্য করুন: