• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ মে ২০২৩

আপডেট: ১৩:৫৬, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

মার্কিন সরকারের নতুন ভিসা নীতি  বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে বলে মনে করচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

‘সরকারের নীতিনির্ধারকরা বলছেন, গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু হলো। মার্কিন সরকারের নতুন ভিসা নীতি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। 

তিনি বলেন, আমাদের সরকারের আমলে সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। গাজীপুরের নির্বাচন সম্প্রতি হয়েছে বলেই এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে।’

মার্কিন নতুন ভিসা নীতি দেশের সব মানুষের জন্য লজ্জাকর কি—না, এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এমন মার্কিন ভিসা নীতি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বের অনেক দেশের বিষয়ে তাদের ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। কারও বিষয়ে ঘোষণা করেছে, কারও বিষয়ে করেনি।’

বিভি/রিসি

মন্তব্য করুন: