• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ডিএমপি কার্যালয়ের গেট থেকে জামায়াতের ৪ প্রতিনিধি আটক

প্রকাশিত: ১৭:০১, ২৯ মে ২০২৩

আপডেট: ১৭:১৬, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
ডিএমপি কার্যালয়ের গেট থেকে জামায়াতের ৪ প্রতিনিধি আটক

জামায়াত নেতাদের আটকের দৃশ্য

আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দলকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে আটক করে ডিবি পুলিশ।

সোমাবার (২৯ মে) বিকাল পৌনে ৫টার দিকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী এডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দীন ভুইয়া প্রমুখ।

এডিসি হারুণের নেতৃত্বে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিকভাবে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত সময়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

বিভি/ এইচএস

মন্তব্য করুন: