বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠে মারা গেছে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠে মারা গেছে। বিদেশিদের হাতে পায়ে ধরলেও আন্তর্জাতিকভাবে কেউ তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি, সরকারকেও কেউ এ বিষয়ে কিছু বলেনি।
শনিবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। তাই তারা নির্বাচন কমিশনের কাছে নির্বাচনে জেতার গ্যারান্টি চায়। তত্ত্বাবধায়ক সরকারের দাবি ভুলে গিয়ে বিএনপিকে নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে আসারও আহ্বান জানান তিনি।
এ সময় তথ্যমন্ত্রী আরেও বলেন, বিএনপি তারুণ্যের সমাবেশের নামে তাদের দলের তরুণদের সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে, নৈরাজ্য শিক্ষার সমাবেশ করছে।
বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরেও উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আইদুহাইলান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও সাংসদ আবু রেজা মো. নিজামুদ্দীন নদভীসহ অন্যরা।
বিভি/টিটি
মন্তব্য করুন: