বঙ্গবন্ধুর ছবি অবমাননা ও ম্যুরাল ভাংচুর ন্যাক্কারজনক: তথ্যমন্ত্রী

চট্টগ্রামের জামালখান সড়কে বঙ্গবন্ধুর ছবির অবমাননা ও স্বাধীনতা সংগ্রামীদের ম্যুরাল ভাংচুর ন্যাক্কারজনক ঘটনা বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের হাতে দেশের ইতিহাস ও সংস্কৃতি নিরাপদ নয়।
রবিবার (১৮ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এসব বলেন তথ্যমন্ত্রী।
গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির অঙ্গ সংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করতে যাবার পথে এ স্থানে দেয়ালে সাজানো বেশ কিছু ছবি ও ম্যুরাল ভাংচুর করে সমাবেশকারীরা। এ ঘটনায় এরইমধ্যে ২৫ জনকে আটক করা হয়েছে।
স্থানটি পরিদর্শনকালে এ ঘটনার জন্য যারা হামলাকারীদের নৈরাজ্য শিক্ষা দিয়েছে তারাও দায়ী বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী
বিভি/টিটি
মন্তব্য করুন: