• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জুমাতুল বিদা’র গুরুত্ব ও করণীয় কী

প্রকাশিত: ১২:৪৬, ৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
জুমাতুল বিদা’র গুরুত্ব ও করণীয় কী

পবিত্র রমজান মাসের শেষ জুমার দিনটি আমাদের সমাজে জুমাতুল বিদা বা শেষ জুমা নামে পরিচিত। যদিও পরিভাষাটি কোরআন বা হাদিসের নয়। এই দিনের বিশেষ ফজিলতের বর্ণনাও কোরআন-হাদিসের কোথাও পাওয়া যায় না। তবে দুটি কারণে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। তা হলো— ১. মাহে রমজানের বরকতের কারণে ২. জুমার দিনের বিশেষ ফজিলতের কারণে।

সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার। জুমার দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, সূর্যদয়ের মাধ্যমে যে দিনগুলো হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আর এদিনের মধ্যে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলমান নামাজরত অবস্থায় দোয়া করলে অবশ্যই তার দোয়া কবুল করা হয়। (সুনানে তিরমিজি: ৪৯১)

রমজান মাসে রোজা অবস্থায় জুমার দিনের নিশ্চিত দোয়া কবুলের শেষ সুযোগ হিসেবে জুমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার দিনে দোয়া কবুল সম্পর্কে হাদিসে এসেছে, রাসুল (স.) বলেছেন, ‘জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্ত তোমরা আছরের শেষ সময়ে অনুসন্ধান করো।’ (আবু দাউদ: ১০৪৮)

রমজানের শেষ জুমায় করণীয়
জুমার দিনের আদব ও সুন্নতের রক্ষণাবেক্ষণই হলো এই দিনের করণীয়। যেমন- ১. ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ২. উত্তম পোশাক পরা ৩. সুগন্ধি ব্যবহার করা ৪. হেঁটে মসজিদে যাওয়া ৫. আগেভাগে মসজিদে প্রবেশ করা ৬. কাউকে কষ্ট না দেওয়া ৭. ইমামের পাশাপাশি বসার চেষ্টা করা ৮. মনোযোগসহ খুতব শোনা ৯. বেশি বেশি দরুদ পাঠ করা ১০. সুরা কাহাফ পাঠ করা ১১. অনর্থক কাজ ও কথা থেকে বিরত থাকা।

হজরত আওস ইবনে আওস আস-সাকাফি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে গোসল করবে এবং আগে আগে পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসে খুৎবা মনোযোগ সহকারে শুনবে আর কোনো রকম অনর্থক কাজ করবে না তাকে তার প্রতিটি কদমের বিনিময়ে লাগাতার এক বছর নামাজ ও রোজার সওয়াব দান করা হবে। (সুনানে ইবনে মাজাহ: ১০৮৭, সুনানে আবু দাউদ: ৩৪৫, সুনানুল কুবরা: ১৭০৩, সুনানে নাসায়ি: ১৩৮৪, মুসনাদে আহমদ: ১৬১৭৬, সহিহ ইবনে হিব্বান: ২৭৮১)

সালমান ফারসি (রা.) বর্ণিত হাদিসে মহানবী (স.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে ভালোরূপে পবিত্রতা অর্জন করে, নিজের ঘরের তেল, সুগন্ধি ব্যবহার করে বের হয় এবং দু’জন লোকের মাঝে ফাঁকা জায়গা না রেখে তার নির্ধারিত নামাজ আদায় করে এবং ইমামের খুতবা দেয়ার সময় চুপ থাকে তাহলে তার জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সময়ের সব গুনাহ মাফ করে দেয়া হয়। (সহিহ বুখারি: ৮৩৯)

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2