আগামী সোমবার রাতে পবিত্র শবে মেরাজ

আল আকসা বা বায়তুল মুকাদ্দাস।
পবিত্র শবে মেরাজ ইসলামের এক মহিমান্বিত রজনী। ১৪৪৬ হিজরি সনের ৭ম মাস রজবের ২৬ তারিখে শবে মেরাজ পালিত হয়। গত ১ জানুয়ারি বাংলাদেশের আকাশে রজবের চাঁদ দেখা গেছে। আর ২ জানুয়ারি থেকে মাস গণনা শুরু হয়। সেই হিসেবে পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী সোমবার ২৭ জানুয়ারি দিবাগত রাতে।
গত ১ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব মো. বদিউজ্জমান চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে শবে মেরাজের দিনক্ষণ জানান।
রজব মাসের ২৬ তারিখ রাতটি পবিত্র মেরাজের রাত। যে রাতে মহানবী (সা.) মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে পবিত্র রজব মাস। সেখানে আগামী ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: