• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রমজানের চাঁদ দেখলে যে দোয়া করতে বলেছেন প্রিয় নবী (সা.)

প্রকাশিত: ১৮:৪৪, ১ মার্চ ২০২৫

আপডেট: ১৮:৪৫, ১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
রমজানের চাঁদ দেখলে যে দোয়া করতে বলেছেন প্রিয় নবী (সা.)

ছবি: ফাইল ফটো

রহমত, বরকত আর নাযাতের মাস রমজান শুরু হয় চাঁদ দেখার মধ্য দিয়ে। আর এই নতুন চাঁদ দেখলে সাহাবীদের দোয়া করার কথা বলেছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.) থেকে বর্ণিত- রাসুলুল্লাহ (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)

রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন। এমনকি সাহাবিদের চাঁদ দেখতে বলতেন। রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয় নবী (সা.) কল্যাণ ও বরকতের দোয়া করতেন।

নতুন চাঁদকে আরবিতে বলে ‘হিলাল’। ‘হিলাল’ হচ্ছে এক থেকে তিন তারিখের চাঁদ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ইফতার করো বা ঈদ করো।’ যে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যায়, সে রাত হলো ‘চাঁদরাত’। আরবি চান্দ্র বছরের নবম মাস রমজান এবং দশম মাস শাওয়াল।

বিভি/এমআর

মন্তব্য করুন: