• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সরাসরি ১৭ ফ্লাইটে সৌদি যাবেন চট্টগ্রামের হাজীরা 

প্রকাশিত: ১২:৪৮, ১৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সরাসরি ১৭ ফ্লাইটে সৌদি যাবেন চট্টগ্রামের হাজীরা 

ফাইল ছবি

আগামী ৩ মে চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ওইদিন বিকাল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হবে। বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ যোগে প্রথম ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী সরাসরি মদিনার উদ্দেশে রওনা হবেন। 

এ বছর হজ যাত্রীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম থেকে সৌদি আরবে সরাসরি ১৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ১৪টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। বাকি তিনটি ফ্লাইট যাবে মদিনায়। সবগুলো ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

বাংলাদেশ থেকে এ বছর হজ পালনে সৌদির উদ্দেশে প্রথম ফ্লাইট ঢাকা থেকে আগামী ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করতে সৌদি আরব যাবেন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2