• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত হলো সিরাত গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’

প্রকাশিত: ১৯:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রকাশিত হলো সিরাত গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’

প্রিয় নবীর প্রতি ভালোবাসাকে আরও গভীর করতে প্রকাশিত হয়েছে সিরাতভিত্তিক নতুন বই ‘নবীজির প্রিয় ১০০’।কুরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে লিখিত এ বইটিতে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানি পানের পাত্র থেকে শুরু করে নবীজির প্রিয় সাহাবী, চাচা, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের নানা দিক এক মলাটে তুলে ধরা হয়েছে। 

এমনকি ইন্তেকালের পরও তিনি কোন স্ত্রীর কথা স্মরণ করে অশ্রুসিক্ত হয়েছেন, কোন প্রিয়জনকে কষ্ট দিলে তিনি কষ্ট পাবেন বলে ঘোষণা দিয়েছেন, এসব তথ্যও স্থান পেয়েছে বইটিতে।

‘নবীজির প্রিয় ১০০’ কেবল একটি তথ্যনির্ভর গ্রন্থ নয়; বরং এটি পাঠকের হৃদয়কে নবীপ্রেমে ভরিয়ে তোলার এক অনন্য প্রয়াস। কুরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে বইটি প্রস্তুত করা হয়েছে, যা পাঠককে দেবে এক নতুন অভিজ্ঞতা।

নবীপ্রেমে সিক্ত এ গ্রন্থে গল্পের ভঙ্গিতে হাদিস ও ঐতিহাসিক দলিল তুলে ধরা হয়েছে, যেন পাঠক সহজে নবীজির ব্যক্তিগত জীবনযাপনের রসায়ন অনুভব করতে পারেন।

গ্রন্থের লেখক মুফতি আবদুল্লাহ তামিম বলেন, ‘বইটি সাবলীল ও সহজ ভাষায় লেখা হয়েছে, এতে বড়রা যেমন গভীরভাবে উপকৃত হবেন, ছোটদের অন্তরও নবীপ্রেমে ভরে উঠবে। আপনার সন্তানদের সিরাতের প্রতি আকৃষ্ট করতে এবং প্রিয় নবীর ভালোবাসায় গড়ে তুলতে এ বই হতে পারে একটি মূল্যবান উপহার।’

গ্রন্থটির লেখক মুফতি আবদুল্লাহ তামিমের জন্ম কুমিল্লা সিটি কর্পোরেশনের পূর্ব দিকের গ্রাম পাঠানকোটে। কওমি মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেন, ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স, আলিয়া থেকে তাফসিরে কামিল পাশ । কর্মজীবন শুরু করেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। ২০১৫ সালে সাংবাদিকতা শুরু করেন আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমে। 

আওয়ার ইসলাম, ফাতেহ টোয়েন্টিফোরসহ এক যুগের মতো বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন তিনি। বর্তমানে সময় টেলিভিশনের ইসলাম বিভাগ প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি। এ ছাড়াও মারকাযুশ শায়েখ আরশাদ আল মাদানি ঢাকা মাদরাসায় উচ্চতর ইসলামি গবেষণা বিভাগের সিনিয়র শিক্ষক, বাংলা ইকরা একাডেমির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের ১৬৫ দেশের বিগ মুসলিম কমিউনিটি ‘আলফাফা’-এর বাংলাদেশ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা চার। গ্রন্থটি আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ এর ১০০ নম্বর স্টল ও অনলাইন বুক শপেও পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন: