• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আকাশে দেখা গেছে রবিউস সানি মাসের চাঁদ 

৪ অক্টোবর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আকাশে দেখা গেছে রবিউস সানি মাসের চাঁদ 

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়। 

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয়, ২৪ সেপ্টেম্বর বুধবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। পরিপ্রেক্ষিতে আগামী ১১ রবিউস সানি ১৪৪৭ হিজরি, ৪ অক্টোবর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। সভায় চাঁদ দেখা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2