• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

হজ ও ওমরাহ সেবা উন্নয়নে নতুন যেসব পদক্ষেপ নিলো সৌদি আরব

প্রকাশিত: ১৭:২০, ২২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হজ ও ওমরাহ সেবা উন্নয়নে নতুন যেসব পদক্ষেপ নিলো সৌদি আরব

ছবি: সংগৃহীত

হজ ও ওমরাহ মৌসুমে হাজিদের সেবা ও আধ্যাত্মিক অভিজ্ঞতা উন্নত করতে সৌদি আরবের মক্কার ডেপুটি আমির প্রিন্স সাউদ বিন মিশআল ও হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) জেদ্দায় আয়োজিত ওই বৈঠকে ২০২৫ সালের হজ কনফারেন্স ও প্রদর্শনীর প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।

সৌদি গেজেট জানায়, সোমবার জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে মক্কার ডেপুটি আমির প্রিন্স সাউদ বিন মিশআল ও হজমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের সেবার মানোন্নয়ন ও তীর্থযাত্রার সার্বিক অভিজ্ঞতা উন্নত করার নানা দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে তারা হজ ও ওমরাহ মৌসুমে হাজিদের জন্য আরও উন্নত প্রযুক্তিনির্ভর সেবা, সুবিধাজনক অবকাঠামো এবং আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিতের বিষয়ে মতবিনিময় করেন। 

আলোচনায় সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য ও রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে হাজিদের অভিজ্ঞতা আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বৈঠকে নভেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিতব্য ‘হজ কনফারেন্স ও এক্সিবিশন ২০২৫’–এর সর্বশেষ প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনকে হজ খাতের উন্নয়নে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

কনফারেন্সে সরকারি, বেসরকারি ও অলাভজনক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। তারা হাজিদের সেবায় প্রযুক্তিগত উদ্ভাবন, টেকসই সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।-সূত্র: সৌদি গেজেট

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2