• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

১৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

প্রকাশিত: ১৪:১৭, ১৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এতে যোগ দিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা বাংলাদেশে এসে পৌঁছেছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতেআগামী শনিবার (১৫ নভেম্বর) এই সম্মেলনে অনুষ্ঠিত হবে।  

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের (বাংলাদেশ) মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী ও হাবিবুল্লাহ রায়হান বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, আসন্ন সম্মেলনে বিদেশি ৮ আলেম অংশ নিচ্ছেন। এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি,পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ইলিয়াছ গুম্মান।

আজ রাতে ঢাকায় পৌঁছাবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। এ ছাড়া দেশের খ্যাতিমান আরও অর্ধশতাধিক আলেম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান ইমরানুল বারী ও হাবিবুল্লাহ রায়হান।

দেশি-বিদেশি খ্যাতিমান আলেমদের অংশগ্রহণে আয়োজিত এই মহাসম্মেলনকে ঘিরে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজক কমিটি জানিয়েছে, খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এই সম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক দৃশ্যে পরিণত হবে, ইনশাআল্লাহ।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ মধুপুরি জানিয়েছেন, কাদিয়ানি মতবাদ ইসলামের মৌলিক আকিদার পরিপন্থি। বিশ্বের বহু ইসলামী সংগঠন ও রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করেছে। পাকিস্তান, সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশ এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়নি—যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ন করছে।

উল্লেখ্য, ‘খতমে নবুওয়ত’ শব্দ দুটি আরবি শব্দ। খতম অর্থ শেষ বা সমাপ্তি, আর নবুওয়ত অর্থ পয়গম্বরী, নবিত্ব। সুতরাং খতমে নবুওয়ত অর্থ নবীগণের সমাপ্তি। ইসলামী পরিভাষায় মুহাম্মদকে (সা.) শেষ নবী হিসেবে মেনে নেওয়াকে খতমে নবুয়ত বলে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2