• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

চকরিয়ায় ভদন্ত উ: সুমনোপ্রিয় মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রকাশিত: ২২:০৮, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:০৮, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চকরিয়ায় ভদন্ত উ: সুমনোপ্রিয় মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

পর্যটন নগরী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বৌদ্ধপল্লী ঘুনিয়া চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহারে আজীবন অধ্যক্ষ ভদন্ত উ: সুমনোপ্রিয় মহাথেরো মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ মহাধর্মীয় অনুষ্ঠান ৪ ডিসেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

দুই দিন ব্যাপী অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে ভদন্ত উ: সুমনোপ্রিয় মহাথেরোর ধর্মীয় অবদান,শান্তির সম্প্রীতি  মানবসেবামূলক কার্যক্রম ও সমাজ গঠনে তার অসামান্য ভূমিকার ওপর আলোকপাত করেন। একই সঙ্গে তিনি বৌদ্ধ সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী অঞ্চলের শিক্ষাবিস্তারের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিহারের ভিক্ষু, বৌদ্ধ সম্প্রদায়ের ভক্ত-পূর্ণ্যার্থীসহ অসংখ্য মানুষ এতে অংশগ্রহণ করে প্রয়াত মহাথেরোর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2