হজে ছবি তোলা নিষিদ্ধের খবর নিয়ে যা জানা গেল
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৬ সালের হজে মসজিদুল হারাম ও মসজিদে নববির ভেতরে ছবি তোলার ওপর সৌদি কর্তৃপক্ষ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।
তারা জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি সংস্থার পক্ষ থেকে এমন কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়নি।
ভিড় কমানোর অজুহাতে এই নিষেধাজ্ঞা আরোপের যে দাবি করা হয়েছে, তা যাচাইবিহীন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেই ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মোবাইল ফোনসহ সব ধরনের ছবি ও ভিডিও ধারণ হজ মৌসুমজুড়ে নিষিদ্ধ থাকবে বলে ওই পোস্টগুলোতে ভুলভাবে উল্লেখ করা হয়েছিল।
দ্য ইসলামিক ইনফরমেশনসহ সরকারি তথ্যভিত্তিক চ্যানেলগুলো নিশ্চিত করেছে, দুই পবিত্র মসজিদে ছবি তোলার বিষয়ে কোনো নতুন বিধিনিষেধ আরোপ করা হয়নি।
বর্তমানে কার্যকর থাকা নির্দেশনাগুলোই বহাল রয়েছে, যেখানে শালীন ও সম্মানজনক আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয় এবং ইবাদতকারীদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা হজ ও রমজানসহ সব মৌসুমেই প্রযোজ্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ভুয়া দাবি বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সাধারণত ব্যস্ত হজযাত্রার মৌসুমেই এসব গুজব বেশি ছড়ায়।
বিভি/টিটি




মন্তব্য করুন: