রমজান শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান
পবিত্র রমজান কবে শুরু এবং ঈদুল ফিতর কবে হবে, তার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিদ্যা গবেষণা কাউন্সিল জানিয়েছে, পাকিস্তানের ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ২১ মার্চ ঈদুল ফিতরের পালিত হতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে এসেছে, রুয়েট-ই-হিলাল গবেষণা কাউন্সিলের মহাসচিব মুফতি খালিদ ইজাজ বলেন, পাকিস্তানে আগামী ১৮ ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরো বলেন, জ্যোতির্বিদ্যার গণনা থেকে এই অনুমান করা হয়েছে। তিনি বলেন, চাঁদের জন্ম এবং দৃশ্যমানতার হিসেবে অনুসারে, রমজানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি পড়ার সম্ভাবনা রয়েছে।
এসময় মুফতি ইজাজ জোর দিয়ে বলেন যে, পূর্বাভাসকে চূড়ান্ত হিসেবে গণ্য করা উচিত নয়। তিনি উল্লেখ করেন যে কেন্দ্রীয় রুয়েট-ই-হিলাল কমিটিই চাঁদ দেখার সাক্ষ্যের পর ইসলামী মাস শুরুর ঘোষণা দেওয়ার ক্ষমতা রাখে।
ঈদুল ফিতর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ২০ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ২১ মার্চ ঈদুল ফিতর হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: