• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দিনের শুরুতে আল কুরআনের একটি আয়াত শিখুন

প্রকাশিত: ০৮:৩৮, ২ জুন ২০২২

ফন্ট সাইজ
দিনের শুরুতে আল কুরআনের একটি আয়াত শিখুন

যান্ত্রিক জীবনে আমরা কাজ নিয়ে বড্ড ব্যস্ত। ধর্ম-কর্ম করার জন্য মিলছে না একটু ফুসরত। তবুও এই ব্যস্ততার ভিড়েই আমাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুত হতে হবে। তাই আসুন দিনের শুরুতে আল কুরআনের একটি আয়াত ও এর ব্যাখ্যা জেনে নিন।

আজ বাংলাভিশনের পাঠকদের জন্য থাকছে আল কুরআনের দীর্ঘতম সুরা আল বাকারা থেকে একটি আয়াত। নির্বাচিত হিসেবে আজ থাকছে ১২৯ নম্বর আয়াতটি।

 رَبَّنَا وَ ابۡعَثۡ فِیۡهِمۡ رَسُوۡلًا مِّنۡهُمۡ یَتۡلُوۡا عَلَیۡهِمۡ اٰیٰتِکَ وَ یُعَلِّمُهُمُ الۡکِتٰبَ وَ الۡحِکۡمَۃَ وَ یُزَکِّیۡهِمۡ ؕ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ( সুরা: আল-বাকারা, ১২৯)

বাংলা উচ্চারণ: রাব্বানা ওয়াবআ’ছ ফি’হিম রাসুলামমিনহুম ইয়াতলু আলাইহিম আ’ইয়া’তিকা ওয়া ইউআ’ল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউঝাক্কিহিম ইন্নাকা আনতাল আঝিঝুল হাকিম। 

বাংলা অনুবাদ:  ‘হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়’। (আল-বায়ান)

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2