• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হঠাৎ বিপদে পড়লে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

প্রকাশিত: ২০:০৫, ১৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
হঠাৎ বিপদে পড়লে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

চলমান জীবনে বিপদ-আপদকে সঙ্গে নিয়েই বাঁচতে হয় মানুষকে। তবে সমস্যা থেকে বাঁচার উপায়ও রয়েছে। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কুরআন-সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে। যা কার্যকর এবং পরীক্ষিত।

নবী-রাসুল (স.) থেকে শুরু করে অসংখ্য পূণ্যবান মানুষ বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত। তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলেই সম্ভব বিপদমুক্ত হওয়া।

বিপদে পড়লে মহানবী (সা.) ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন-

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرَاً مِنْهَا

বাংলা উচ্চারণ : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা।

বাংলা অর্থ : আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমাকে আমার বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।[মুসলিম ২/৬৩২, নং ৯১৮]

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার কাছে ক্ষমা প্রার্থনা করার তাওফিক দান করুন। তার রহমতের চাদরে আমাদের আবৃত করুন। আমিন।

বিভি/এজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2