আস-সুন্নাহ ফাউন্ডেশনে বিজ্ঞপ্তি, লোগো ডিজাইনে মিলবে টাকা

দুটি প্রতিষ্ঠানের জন্য বেশ কয়েকটি লোগো ডিজাইন আহ্বান করেছে ইসলামি সামাজিক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এই নিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। লোগো পছন্দ হলে মিলবে নগদ টাকা পুরস্কার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট” ও “মাদরাসাতুস-সুন্নাহ”-এর জন্য লোগো আহ্বান করছি।
প্রতিষ্ঠান দুটি হলো- আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিটিউট (As-sunnah Skill Development Institute)। এবং মাদরাসাতুস-সুন্নাহ (Madrasatus-sunnah)
লোগোর ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে-
◑ অনলাইনে প্রকাশযোগ্য এবং প্রিন্টযোগ্য হতে হবে।
◑ প্রথমটির ক্ষেত্রে বাংলা ও ইংরেজি দু'টি ভাষা রাখতে হবে।
◑ দ্বিতীয়টির ক্ষেত্রে বাংলা, আরবী ও ইংরেজি ভাষায় হতে হবে। অন্তত আরবী ও বাংলা থাকতে হবে।
আরও বলা হয়েছে, যার লোগো নির্বাচিত হবে, তাকে প্রত্যেক লোগোর জন্য ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে ইন-শা-আল্লাহ।
লোগো তৈরির পর সেটা পাঠানোর জন্য একটি ইমেইল ঠিকানাও দিয়েছে তারা। asfbd.org@gmail.com এই মেইলে পাঠাতে হবে ডিজাইনকৃত লোগোগুলো।
বিভি/এজেড
মন্তব্য করুন: