ভোট দেওয়া নিয়ে সিদ্ধান্তহীন ৩০ শতাংশ তরুণ, পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক ১৭.৭
‘বাংলাদেশের তরুণদের মধ্যে রাজনৈতিক বিভাজন বিদ্যমান। ১৯.৬% তরুণ বিএনপিকে, ১৬.৯% জামায়াতে ইসলামীকে, ৯.৫% আওয়ামী লীগকে এবং ৩.৬% ন্যাশনাল সিটিজেন পার্টিকে (এনসিপি) সমর্থন করেছেন। তবে, ৩০% তরুণ এখনও সিদ্ধান্তহীন যে, আসন্ন নির্বাচনে তারা কোন দলকে ভোট দেবেন; আর ১৭.৭% তরুণ পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক।’
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২০:১৯