• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেনজীরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে দুদকে ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৭, ২১ এপ্রিল ২০২৪

আপডেট: ২৩:০২, ২১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বেনজীরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে দুদকে ব্যারিস্টার সুমন

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন- দুদককে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। চিঠিতে বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে দুদককে অনুরোধ জানান তিনি। এ বিষয়ে দুদকের আইনজীবী জানান, চিঠি পর্যলোচনা করে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু  গণমাধ্যমে। শনিবার অবশ্য নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিও আপলোড করে সেসব অভিযোগের জবাব দেন। 

রবিবার বেনজীরের বিরুদ্ধে গণমাধ্যমে আসা এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে চিঠি নিয়ে দুদকে যান ব্যারিস্টার সুমন। দুদক কার্যালয়ে চিঠি জমা দিয়ে সাংবাদিকদের বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে উঠা অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করা উচিত দুদকের। 

দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, দুদক নিয়ম অনুযায়ী কাজ করবে। 

র‍্যাবের মহাপরিচালক থাকার সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র আরো কয়েকজনের সাথে নিষেধাজ্ঞা দেয় সাবেক এই পুলিশ প্রধানকেও। 

বিভি/রিসি

মন্তব্য করুন: