• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিয়ে করলেন ‘ফ্রি মোশনের’ ফিরোজ হাসান

প্রকাশিত: ২২:০১, ৩০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বিয়ে করলেন ‘ফ্রি মোশনের’ ফিরোজ হাসান

বিয়ে করলেন ‘ফ্রি মোশনের’ ফিরোজ হাসান

ফেসবুকের জনপ্রিয় নাম ফ্রি মোশন পেইজ। বাইকে করে চলার পথে অসহায় মানুষকে সহায়তা করে জনপ্রিয়তা পেয়েছেন পেইজটির মালিক ফিরোজ হাসান। দেশজুড়ে বেশ আলোচিত এই ফিরোজ হাসান বিয়ে করেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে নিজের পেইজেই বিয়ের খবর জানান ফিরোজ। নববধূর সাথে একটি ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে রিখেছেন, আলহামদুলিল্লাহ ! জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি। আল্লাহর অশেষ রহমতে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।

পূর্ব পরিচিত কিংবা প্রেম নয়, পারিবারিকভাবে আয়োজন করে হয়েছে ফিরোজের বিয়ে। তিনি লেখেন, আমার এ বিবাহ পারিবারিক ভাবে এরেঞ্জ করা হয়েছিলো। দোয়া করবেন যেনো আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দুইজন ও দুই পরিবারকে সারা জীবন আত্মীয়তার সুবন্ধনে আবদ্ধ রাখে।

রাস্তায় চলার পথে হঠাৎ করে অসহায়দের মাঝে খাবার কিংবা নগদ টাকা উপহার দেন ফিরোজ হাসান। তার টাকার অঙ্কও থাকে অনেক বেশি। তার এই সহায়তার কাজে কখনো কারো থেকে টাকা নেন না বলেও দাবি করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: