• NEWS PORTAL

  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ভারতে ম্যারাথনে মুগ্ধ-আবু সাঈদের ছবি নিয়ে দৌড়ালেন আবির

প্রকাশিত: ১৭:৪৫, ২৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভারতে ম্যারাথনে মুগ্ধ-আবু সাঈদের ছবি নিয়ে দৌড়ালেন আবির

ভারতের গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হয়ে গেল আদানি ম্যারাথন। আর ওই ম্যারাথনে উঠে এসেছে বাংলাদেশের জুলাই বিপ্লবে নিহত দুই তরুণ মীর মুগ্ধ ও আবু সাঈদের স্মৃতি। সেখানে শহীদ দুজনের ছবি সাথে নিয়ে দৌড়েছেন বাংলাদেশের শিক্ষার্থী দেওয়ান আবির হোসেন।

রবিবার (২৪ শে নভেম্বর) আহমেদাবাদে গৌতম আদানীর কোম্পানি কর্তৃক আয়োজিত ম্যারাথন ছিল ১০ কি. মি.। সকাল ৬টা ৪৫ মিনিটে শুরু হয়েছিল প্রতিযোগিতা। প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল।

ওইখানে মুগ্ধ-আবু সাইদের ছবি নিয়ে অংশগ্রহণ করেন দেওয়ান আবির হোসেন। আবির ভারতের গুজরাটে পারুল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটির দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান গ্রামে।

ফাইনাল রাউন্ডে ২ হাজার প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের আবীর ১৯তম স্থান অধিকার করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: