গুলিবিদ্ধ সেই আরিফের শতবর্ষী নানীর পাশে বিএনপি নেতা আমিনুল হক
রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত কিবরিয়াকে ফেলে পালানোর সময় আরিফ (১৮) নামে এক রিকশাচালককেও গুলি করে দুর্বত্তরা। সেই আরিফের ১০৩ বছর বয়সী বৃদ্ধা নানীর পাশে আর্থিক সহায়তা নিয়ে হাজির হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি আরিফের চিকিৎসার সমগ্র দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাম কিবরিয়া একটি হার্ডওয়্যার দোকানে প্রবেশ করার কয়েক সেকেন্ড পরই হেলমেট পরা তিনজন সেখানে প্রবেশ করেন। তারা কিবরিয়াকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। মাত্র ১০ সেকেন্ডেই হত্যাকাণ্ড শেষ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাচালক আরিফকেও গুলি করে দুর্বৃত্তরা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: