• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ১৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন

কেরানীগঞ্জের আগা নগরে জাবালে নূর টাওয়ারে ১২ ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার আফতাব আহমেদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি স্টেশনের ২০টি ইউনিট একত্রে কাজ করছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আজকে ভোর সাড়ে পাঁচটায় মার্কেটের আন্ডার  গ্রাউন্ড থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন মার্কেটে ছড়িয়ে পড়ে। দশতলা বিশিষ্ট এই ভবনের প্রথম দ্বিতীয় তলা মার্কেট এবং উপরে ফ্ল্যাট বাসা। 

শনিবার সকালে আগুনের খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট, লালবাগ, মিরপুর, সদরঘাট নদী ও সিদ্দিক বাজার হেডকোয়ার্টার এই ছয়টি ফায়ার স্টেশনের ১২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় দুপুরের পর আরো তিনটি স্টেশনের আটটি ইউনিট আগুন নিমন্ত্রণের কাজে যোগ দেয়।  

এখন পর্যন্ত নয়টি স্টেশনের ২০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। এ পর্যন্ত ৪৫ জনকে ফ্ল্যাট বাসা থেকে অক্ষত অবস্থায় সিড়ি দিয়ে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে  বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি আনসার ও উপজেলা প্রশাসন অবস্থান করছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।মার্কেট মালিকের বোন আয়েশা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায়, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তানদের নিয়ে কোন রকমে ফ্ল্যাট বাসা থেকে বের হয়ে প্রাণে বেঁচে গেছে। কিন্তু তাদের মূল্যবান জিনিসপত্র টাকা-পয়সা কিছুই আনতে পারেনি। 

আগানগর ইউনিয়ন বিএনপির নেতা ইমান উল্লাহ মাস্তান বলেন, খুব ভোরে মার্কেটে  আগুন লেগেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটটিতে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য ও ঝুট কাপড় মজুদ ছিল। তবে এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি সাধন হতে পারে।   মার্কেটের নিচতলা দ্বিতীয় তলা এবং আন্ডারগ্রাউন্ডে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য, এক্সেসরিজ ও ঝুট কাপড় ভর্তি ছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2