• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রানের পাহাড় গড়ছে শ্রীলঙ্কা, উইকেটের সন্ধানে টাইগাররা

প্রকাশিত: ১২:২৪, ৩১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
রানের পাহাড় গড়ছে শ্রীলঙ্কা, উইকেটের সন্ধানে টাইগাররা

রানের পাহাড় গড়ছে শ্রীলঙ্কা, উইকেটের সন্ধানে টাইগাররা

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংস ব্যাটিং করছে শ্রীলংকা। রবিবার (৩১ মার্চ) দ্বিতীয় দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে লাঞ্চ পর্যন্ত সফরকারী দলের সংগ্রহ ৫ উইকেটে ৪১১ রান।

আগের দিন তিন হাফ সেঞ্চুরিতে চার উইকেটে ৩১৪ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিলো শ্রীলংকা। নিশান মাদুশঙ্কা ৫৭, দিমুথ করুনারত্নে ৮৬, কুসাল মেন্ডিস ৯৩ ও অ্যাঞ্জেলা ম্যাথুস ২৩ করে আউট হওয়ার পর দিনেশ চন্দিমাল ৩৪, অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ১৫ রানে অপরাজিত ছিলেন। 

টাইগার পেসার হাসান মাহমুদ দুটি, সাকিব আল হাসান একটি উইকেট নেন। রান আউট হন মাদুশ্কা। আজ দ্বিতীয় দিন সকালে চন্দিমাল ও ধনঞ্জয়া পুনরায় ব্যাটিংয়ে নেমে দৃঢ়তা দেখাতে থাকেন। দু'জনই এগিয়ে চলেন ব্যক্তিগত ফিফটির দিকে।

প্রথম ঘণ্টার পানি বিরতির আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন চন্দিমাল। ৭৯ টেস্টে ১৫ সেঞ্চুরির সঙ্গে এটি তার ২৬ নম্বর ফিফটি। চন্দিমালকে ৫৯ রানে ফিরিয়ে জুটি ভাঙ্গেন সাকিব। ৩৭৫ রানে পঞ্চম উইকেট হারানোর পর কামিন্দু মেন্ডিস এসে জুটি বাধেন ধনঞ্জয়ার সঙ্গে। লাঞ্চে যাওয়ার আগে ধনঞ্জয়া ৭০, কামিন্দু ১৭ রানে ব্যাট করছেন। দুই ম্যাচের সিরিজে সিলেটে প্রথম টেস্ট ৩২৮ রানের বড়ো ব্যবধানে জিতেছে লংকানরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: